কেউ যখন পাগল হয়ে কবিতাই লিখে,
লোকে ডাকে জ্ঞানপাপী এই মানুষটিকে।
জ্ঞান বুদ্ধি শূন্য হয়
জ্ঞানপাপী কেনো নয়
সবাই তাকে মন্দ কয়, নিন্দা চারিদিকে।


কবি শূন্য দুনিয়ায় সেই কেবল কবি,
তার লিখা কবিতায় আঁকে তার ছবি।
এমন তার হাবভাব
কবিতার কচিডাব
মজাদার বাপরে বাপ হাতে রাঙা রবি।


নিজ থেকেই টের পায় পাগল কারে কয়,
সবাই ডাকে জ্ঞানপাপী তা তো মন্দ নয়।
পরনিন্দা মুখে থাকে
চাপার জোর ঠুঁটে রাখে
জ্ঞানপাপী তাকে ডাকে, গালমন্দ সয়।


কবি যদি পণ্ডিত হয় যেমন করে চলে,
কাব্য লেখায় মন দেয় পাগল না হলে।
তার মনে লজ্জা আছে
লজ্জা নিয়ে প্রাণে বাঁচে
জ্ঞানপাপী ধারেকাছে কটু কথা বলে।


কবিতায় জ্ঞান দেয়, কবিতা কারে কয়,
নিজ নামে নিজে নিজেই গুরু-শিষ্য হয়।
এমন মুখে যাই রটে
সবাই মনে রাখে বটে
বিস্ফুরণটা কখন ঘটে, এটাই শুধু ভয়।