চাঁদ উঠে শুরু হলো মাহে রমজান,
মশগুল ইবাদতে হও আগুয়ান।
এই মাস জনমনে জাগরণ আনে,
সংযমে খুঁজে নাও জীবনের মানে।


যত পারো করে নাও নেকী আহরণ,
জানিনা কখন আসে বিদায়ের ক্ষণ।
চাঁদ দেখে শুরু হলো নব কল্লোল,
ইবাদতে মুছে নাও জীবনের ভুল।


পানাহার ছেড়ে ছুড়ে থাক দিনভর,
দেখো কত আনন্দ সিয়ামের পর।
ন্যায়ের পথেই যেন কাটে সারাদিন,
দুনিয়ার জীবনের শোধ করো ঋণ।


মাসভর সাধনায় মন হয় ভালো,
সাধনায় খুঁজে নাও জীবনের আলো।
ভীত মনে সংযমে কম হয় ঘুম,
নেক কাজে জোর দাও এটা মওসুম।


দুনিয়ার মায়াটান মন থেকে কমে,
বিধাতার নাম মুখে আসে দমে-দমে।
খানাদানা পরিহারে মনে সুখ পায়,
অতীতের পাপগুলো ধুয়ে মুছে যায়।


রমজানে মন জুড়ে শোকরানা আসে,
দিন শেষে ইফতারে আনন্দে ভাসে।
মুমিনের মনে শুধু বিধাতার শান,
মুক্তির সুযোগ আনে মাহে রমজান।