বিজয়ের মাস জুড়ে আলোকিত আঁখি,
চোখ মেলে দেখি আজ কত ফুল পাখি?
শোভাময় কোলজমা বাংলার রূপ,
ঘাসে ঘাসে ভরে উঠে শিশিরের ছোপ।


ঝলমলে নীলাকাশ জোছনার টান,
মা-মাটির এই দেশে মনে উঠে বান।
শেষ রাতে ছুটে আসে শিশিরের জল,
ধীরে ধীরে চারিপাশ করে সুশীতল।


স্বাধীন দেশের টানে মেঠো সুর উঠে,
খোলা মাঠে ভোলামন অজানায় ছুটে।
বিজয়ের হাসি মাখা আকাশের গায়,
সীমাহীন সুখ নিতে মন চলে যায়।


হাসি আর গানে ভরা বাংলার কোল,
চোখ মেলে মনে উঠে প্রীতিময় দোল।
শ্যামলিমা দিনভর মনে দেয় হানা,
রাতভর ঝরে পড়ে শিশিরের দানা।


সরিষার ক্ষেত ভরা ফুটে উঠা ফুল,
মন জুড়ে দোল খায় এটা নয় ভুল।
হলুদের ঢেউ ছুটে বিজয়ের মাসে,
শিশিরের জলকণা মন খুলে হাসে।


বিজয় নিশান হাতে ভয়ডর নাই,
বাংলায় কথা বলি বাংলায় গাই।
গৌরবের মহিমায় মন খোলা হাসি,
এই দেশ এই মাটি মাগো ভালোবাসি।