জীবে প্রেম বারবার আনাগোনা করে,
মনে উঠা অভিমানে মরিচায় ধরে।
হয় যদি সমঝোতা প্রেম আসা জ্বরে,
মান ঝেড়ে সুখ পাখি ফিরে যায় ঘরে।


যত প্রেম তত জ্বালা বেলা অবেলায়,
জীবনের কিছু পথ অভিমানে যায়।
ছোট ছোট কথা নিয়ে পড়ে ঝামেলায়,
দু'টি মন মিলে গেলে তবে সুখ পায়।


মতান্তরে শুরু হয় মান-অভিমান,
কথা উঠে কথা বলে সমানে সমান।
ভালোবাসা শূলে উঠে ভাবাবেগ সাজে,
ভুলগুলো মিটে গেলে একতারা বাজে।


মন ভরা অভিমান তীর বেগে ছুটে,
ফেলে আসা কথাগুলো ঝাড়া দিয়ে উঠে।
অভিমান ছেড়েছুড়ে যায় মিছে ভয়,
জারিগান সারিগান একাকার হয়।


দিন আসে দিন যায় কাটাছেঁড়া থাকে,
সেই পথ পাড়ি দিতে সব মনে রাখে।
কেনো মনে টানাটানি বুঝে উঠা ভার,
অভিমান নিয়ে করে ঘর সংসার।


একজন তাড়া দেয় একজনে ছাড়,
মিলে যেতে শুরু হয় দেন-দরবার।
প্রেম করে শুরু করে জীবনের গান,
খাঁটি মনে আঁটি বাঁধে মান-অভিমান।