আকাশটা ঢেকে যায় কুয়াশায় ভরে,
তার সাথে সারা গায়ে শীত চেপে ধরে।
কুয়াশার চাদরেই রাঙা রবি ঢাকা,
শীত শীত কাঁপুনিতে জীবন আঁকাবাঁকা।


ধেয়ে আসা কুয়াশায় শীত ডেকে আনে,
মোটা জামা গায়ে দিতে বলে কানে কানে।
শীত আর কুয়াশায় আছে প্রেমপ্রীতি,
প্রীতি দেখে জনমনে আসে ভয়ভীতি।


স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করে,
ঠাণ্ডায় রোগবালাই টুটি চেপে ধরে।
গরীবের দুয়ারেই বেশি হানা দেয়,
অতিশীতে কাঁপুনিতে প্রাণ কেড়ে নেয়।


ঘাড়-মাথা-কানে লাগে কনকনে শীত,
অতি শীতে কাবু করে গড়ে তার ভীত।
দুঃখী লোক সাহায্যটা রবির কাছে চায়,
মাঝে মাঝে উঁকি দিয়ে সেও ফিরে যায়।


ভূমিহীন যতো লোক ফুটপাতে থাকে,
ছেড়া কাঁথা গায়ে দিয়ে নাকমুখ ডাকে।
শীত আর কুয়াশায় রোগে তারা ভোগে,
প্রাণে বাঁচা সংগ্রাম করে একযোগে।


কাঁথা কম্বল দিয়ে এসো যা তোমার আছে,
যদি পারো কিছু করো তারা যেনো বাঁচে।
আলিশান বাড়ি থেকে বের হয়ে দেখো,
গরীবের মুখ দেখে মানবতা শেখো।