আষাঢ় শেষে শ্রাবণ এলো ভরা বর্ষা কই,
বর্ষা এসেই থাকার কথা পানি  থৈ  থৈ।
          প্রকৃতির এ ঋতু এখন
          উল্টো হয় যখন তখন
বর্ষা শেষে শরৎ পড়লে পানি ছুঁই ছুঁই ।


বর্ষার সময় বর্ষা নেই গরম গিলে খায়,
গাছপালা জমির ফসল সব নিপাত যায়।
          এই গরমে মানুষ মরে
          গরম লেগে হৃদয় ঝরে
খালি গায়ে উদলা হলেও জলপিপাসা পায়।


মাস ধরেই বর্ষা থাকে এমন দিন চাই,
বর্ষার খোঁজ এই গরমে কেমন করে পাই।
          দিনভর বর্ষা থাকে
          রাতভর ব্যাঙ ডাকে
আগের দিনটা মিছে শুধু স্মরণ করে যাই।


জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ভারসাম্যটা নষ্ট,
প্রকৃতিটা বিগড়ে গিয়ে হচ্ছে শুধু কষ্ট।
          ক্রমাগত মানুষ বেড়ে
          চলছে মানুষ নীতি ছেড়ে
মানুষ এখন দিশেহারা হচ্ছে পথভ্রষ্ট ।


হাটে মানুষ ঘাটে মানুষ কোথায় তারা নাই?
টাকার পিছে ঘুরে মানুষ করে খাই খাই।
          নীতিবোধটা পায়ে পিষে
          নীতিহীনের ভয় কিসে
অন্যের হকটা মেরেধুরে উপরে উঠা চাই।


মানব মনের এই ভাব যতোদিন না যাবে,
দৃষ্টিনন্দন প্রকৃতিটা কেমন করে পাবে।
          মানবতা যেদিন আসবে
          প্রকৃতিটা ঠিকই হাসবে
মানবজীবন সুখের হবে যেমন করে চাবে।