মানুষ মানুষের জন্য সদা রেখো মনে,
সৎ ভাব গড়ে তুলো কলহ বিহনে।
দুনিয়ার ঘোর কেটে পর সুখ চাও,
সমস্যা যার আছে তার কাছে যাও।


দেখা পাবে দুনিয়াটা লাগে সুধাময়,
সেধে যদি উপকার অপরের হয়।
পরস্বার্থে ছুটে যাও চাওয়ার আগে,
গিয়ে দেখো কি দারুণ আনন্দ লাগে।


অপরের ভালো হয় এই ভাব পুষি,
সেই ভাব চেয়ে দেখে বিধাতাও খুশি।
মুসাফির পেলে দাও পিপাসায় জল,
প্রতিদানে তুমি পাবে আখিরাতে ফল।


খাদ থেকে নিজে বাঁচো অন্যকে বাঁচাও,
অসময়ে তার দিকে মুখ ফিরে চাও।
তুমি যদি ভালো হও দুনিয়াটা ভালো,
নিজ হাতে জ্বেলে দাও অপরের আলো।


বিপদেও যার থাকে আশা এক বুক,
জেনেশুনে খুঁজে যাও তার সুখে সুখ।
সামাজিক কথাটা তো অকারণ নয়,
মিলেমিশে কাজ করে সামাজিক হয়।


অপরের তরে সুখ মুখে বলি ভাই,
বিপরীত কাজ করে কোন লাভ নাই।
সামাজিক অধিকার বিধাতার দান,
তাঁর কাছে তুমি আমি সমানে সমান।