মাগো তোমার  মুখের  ভাষা, ধরে রাখলো যাঁরা,
তোমার আঁচল ভিজিয়ে গেলো, রক্তের  ঝর্ণাধারা।
আমরা কখনো ভুলব না তা, সালাম হাজার বার,
শহীদ ভাইদের চরণে সালাম, লক্ষ জনতার।
আঁচলে তোমার তাজা রক্ত, সেই যে ফেব্রুয়ারি,
হৃদয় জুড়ে  রক্তের দাগ, আমি কি ভুলতে পারি?

বাংলা আমার মায়ের ভাষা,  ধারণ করি মনে,
হৃদয় অন্তর  ভরিয়ে তুলে,  সে যে আমার প্রাণে।
মাগো তোমার রক্ত মাখা, আঁচলে  মুখ  রেখে,
তোমার ভাষা আমি শিখি, রক্তের দাগ দেখে।
রক্ত মাখা মায়ের ভাষা,  আমার অন্তর জুড়ে,
তোমার সন্তান  কখনো তা, ভুলে যেতে পারে?

গুনে গুনে  বছর ঘুরে, যখনই সে আাসে,
রক্ত মাখা ঐ ফেব্রুয়ারি,  চোখের জলে ভাসে।
সারা বছর  স্মরণ করি,  স্মরণ প্রতি মাসে,
একুশ আামার প্রাণের তারিখ, কখন ফিরে আসে।
হৃদয় স্পন্দন প্রাণের বন্ধন, একুশে ফেব্রুয়ারি,
শহীদ মিনারের সামনে এসে, সালামে স্মরণ করি।

বৃথা যাবে না ভাইয়ের রক্ত, যা আমারও গায়ে,
সারি বেঁধে স্মরণ করি,  হেঁটে  খালি পায়ে।
ধরণীতলে মাগো আমি, তোমার আঁচল খুলে,
বাংলা ভাষা ছড়িয়ে দেবো, ধরবো দু'হাত তুলে।
বাংলা  আমার মাতৃভাষা,   বাংলায় গান গাই,
শহীদ ভাইদের চরণে মাগো, সালাম দিয়ে যাই।