পাথরে শান্তি মেলে
শান্তি পাথরজলে,
যদি শান্তি চাও তবে ভোলাগঞ্জ সাদা পাথরে যাও।


ভোলাগঞ্জে এসে মেঘালয়ের পাদদেশে দেখি ঝর্ণার খনি,
নদীর কূল ঘেষে ঝর্ণার পানি এসে ভেজায় একটুখানি।
স্বল্প পানির পাথুরে নদী বয়ে চলে নিরবধি,
হৃদয় গহীনে ঝড় তোলে মনে  সন্ধ্যা অবধি।


মেঘালয়ের বুক চিরে ধেয়ে নামা জল এসে,
পাথর ঠেসে ঠেসে খাড়া স্রোতে মিশে;
সাদা পাথর গড়িয়ে এসে নদীর কূল ভাসে।


স্বচ্চ শীতল পাথুরে পানি হৃদয় মনে জানাজানি,
স্রোতে পা রেখে শীতল জল মেখে সুখ স্বর্গ মানি।


মেঘালয়ের পাদদেশে, আছি আমি জল ঘেষে,
পাহাড় ভারতের, পাথর পানি এদেশের।
স্বচ্ছ শীতল জলে রাখিলাম পা,
আছে যত অবসাদ ধুয়ে নিয়ে যা।