মেঘনার তীরে এসে ভীড়ে নাও যদি,
দক্ষিণা হাওয়া খাও ঘুরে নিরবধি।
তীরে এসে বুঝে নাও জীবনের মানে,
মনে মনে মেঠো সুর উঠে গানে গানে।


ঘরে বসে করে যাও এ জীবন মাটি,
খাঁচা বদ্ধ মন শুধু নিষ্প্রাণ ঘাটি।
কখন সময় পাবে এ জীবনে আর,
ঘর ছেড়ে তীরে এসে দেখো একবার।


তীরে এসে চেয়ে দেখো নেই নীরবতা,
জলে মন দোল খায় জাগে রসিকতা।
মন থেকে কাদামাটি সব মুছে যায়,
জল দেখে মৃত মন প্রাণ ফিরে পায়।


মন বলে জল দেখে এসে গেছি আজ,
প্রাণ ভরে দেখে নেবো করে নেরে সাঁঝ।
চর জাগা তীরে শুনি যার আালাপনী,
আনমনে শুনে যাই কলকল ধ্বনি।


জল ছুঁয়ে শনশন বাতাসের সুর,
ছুটে মন জলপানে যায় বহুদূর।
মন ভুলে সাঁঝ দেখে রাত লেগে যায়,
সাঁঝে মন ভরে উঠে যেতে নাহি চায়।


মনে যদি প্রাণ থাকে এসে দেখে যাও,
সুর তালে ভরা প্রাণ সাথী করে বাও।
ঘুরপাক যতো খাবে সুর তাল ঘিরে,
মনে শান্তি পাবে তুমি মেঘনার তীরে।