উপরে সবুজ ভেতরে লাল, ও মেহেদী পাতা ?
সবার মন রাঙাও  তুমি, সবার মনে গাঁথা ।
তোমার রঙে হাত রাঙিয়ে, মেটায় মনের খায়েস,
উৎফুল্ল হয় বিয়ের কনে, হাতে ফিরনি পায়েস।
কনের মনে জেগে উঠে, তোমার গানের সুর,
জামাই বাবু যখন থাকে, যোজন যোজন দূর ।

সানাই বাজে কনের বাড়ি, বিয়ের বাদ্য বাজে,
তোমার কি আর এই মুহূর্তে, গোমড়ে থাকা সাজে?
ডালা নিয়ে কিশোরী দল, হেসে হেসে আসছে,
সাঁঝের মায়ায় হিমেল হাওয়ায়,  হাসির শব্দ ভাসছে ।

মেহেদী বলে এবার থাম, আমার কথা শোন,
ছিঁড়বে আমায় পিষবে পাটায়,  তা কি তুমি জান ?
শীল পাটাতে চেপে ধরে, আমার নরম পাতা,
শীলের ঘষায় পিষে আমায়, কষ্ট কি হয় যা তা?
আমার কষ্ট কেউ বুঝেনা, কেউ করেনা করুণা,
দেশ বিদেশের সবাই পিষে, এটাই আমার যন্ত্রণা।

মেহেদী হাতে নুপুর পায়ে, শ্বশুর বাড়ি যায়,
ভয়ে কন্যা ঘোমটা দেয়, সবার  হাসি পায় ।
হাসতে হাসতে আমিও তখন,  আমার কষ্ট ভুলে,
আমার রঙে মন রাঙিয়ে,  ভিড়ি তাদের দলে ।