মেহেদীর পাতা তুমি থাক কোন লাজে,
তোমার রঙের গুণে সানাইটা বাজে।
উপরের রঙটায় সবুজের ছায়া,
পিষে তুলে লাল রঙ ছেড়ে দয়ামায়া।


গাছ থেকে পাতা তুলে ঘরে নিয়ে যায়,
আদরের চাহনিতে সযতনে চায়।
জল দিয়ে ধুয়েমুছে করে পরিষ্কার,।
মুখে ছুটে ফুলঝুরি হাসে বারবার।


খুশি মনে হাতে নেয় তুমি থাক ঘুমে,
রঙটাকে তুলে নিতে পিষে মহাধুমে।
মিহি করে বেটে দেয় হাতে আর পায়,
কিছুক্ষণ রেখে দেয় লাল হয়ে যায়।


মেহেদীর রঙ দিয়ে যত খুশি সাজে,
বিয়ের সানাই হতে কড়া সুর বাজে।
সারা বাড়ি জুড়ে উঠে বিদায়ের সুর,
কনের মনের খুশি করে ঘুরঘুর।


লাজ রেখে কাজ নেই তুমি যাও সাথে,
বারেবারে রঙ দেখে দোষটা কি তাতে?
ঘোমটাটা টেনে দিয়ে হাতে পায়ে চায়,
স্মৃতি থেকে কত গান মনে মনে গায়।


তাই বলি লাজ ছেড়ে খুশি মনে হাসো,
বরণ করবে তারা সেই সুখে ভাসো।
কনের মনে যত রঙ তার ভাগ নাও,
সানাইয়ের সুর মেখে লাজ ছেড়ে গাও।