ঘরবাড়ি জমিজমা যায় রসাতলে,
এমন যেনো না হয় প্লাবনের জলে।
হালকাতে সেরে যাক কেটে যাক ভয়,
মিধিলির আচরণ যেনো ভালো হয়।


মেঘাকাশে ঝড়োবায়ু তীর বেগে জল,
উড়ে এসে ঘুরে পড়ে ভাসে সমতল।
ধীরে ধীরে বেড়ে গেলো পড়ে ধুমধাম,
ঝড় দেখে মনে পড়ে মিধিলির নাম।


অজানা ভয়ের মাঝে আছে মুখ কালো,
জানমাল ক্ষয়ক্ষতি না হলেই ভালো।
হেমন্তের মিধিলিটা মহা-জঞ্জাল,
কত হলো ক্ষয়ক্ষতি বুঝা যাবে কাল।


তাড়নায় বিভীষিকা ভয়াতুর মন,
এই মনে জেগে আছে মিধিলির ক্ষণ।
শঙ্কাটা মনে বাজে উঠে কোলাহল,
ছুটে আসা প্লাবনের কত আসে জল?


মন জুড়ে উঠে ভয় মিধিলির সাজে,
সাগরের কাছে নেই তবু কানে বাজে।
অজানার কোলে আজ উপকূলবাসী,
চালচুলা নিয়ে ভয় এটা বারোমাসি।


প্লাবনটা এসে যায় ভেসে যায় কূল,
সব আশা শেষ হয় এটা নয় ভুল।
মাথা বেয়ে যায় ঝড় আশা নিয়ে বাঁচে,
মাঝে মাঝে হার মানে বিরূপের কাছে।


সাগরের কূলে আজ মিধিলির হানা,
বয়ে গেলে কি যে হয় এটা নাই জানা।
জানমাল বেঁচে যাক এতটুকু আশা,
কূল ঘেঁষে চলে যাক থাক ভালোবাসা।