আকাশের সারা গায়ে মিটিমিটি তারা,
ঘুটঘুটে আকাশটা লাগে মন কাড়া।
রাত বেড়ে যত বেশি নিঝুমতা আসে,
মিটিমিটি তারাগুলো বড় হয়ে ভাসে।


আঁধারের ছায়াপথে ঝলমলে রূপ,
চারিদিক সুনসান রবহীন চুপ।
এমন নিশুতি রাতে নীরবতা সাথী,
মিটিমিটি তারাগুলো জলন্ত বাতি।


বারেবারে মন যায় আকাশের গায়,
কদাকার রূপ ছেড়ে তারা হতে চায়।
মন জুড়ে খুলে যায় সুখকর ডালি,
ততটুকু মন ভরে যতটুকু খালি।


অজপাড়া আজ যেনো মন জুড়ে হাঁটে,
তারাময় নিশি রাত কত সুখ বাটে।
মন ভরে সব সুখ ছুঁয়ে দেখা যায়,
ঝলমলে তারা দেখে খাঁটি সুখ পায়।


হৃদয়ের কূল জুড়ে ফুটে উঠে ফুল,
সুনসান নীরবতা মনে তুলে দোল।
তারকার চাহনিতে ঝলমলে আলো,
ঝিরিঝিরি বাতাসটা আরো লাগে ভালো।


আনমনে চোখ যায় আকাশের পানে,
গুনগুন সুর তুলে মন ভরে গানে।
উড়ু মন ঠাঁই নেয় তারকার পাশে,
অনন্ত সুখ পেয়ে আকাশেই ভাসে।