হেমন্ত ফিরে এসে খুলে গেলো দ্বার,
মৌ বনে শুরু হলো জয়-জয়কার।
মধুকর মৌ বনে করে ঘুরঘুর,
দিনভর কানে আসে গুনগুন সুর।


বাতাসের ছোঁয়া লেগে অলিগুলো দোলে,
ধীরে ধীরে ভরে উঠে মধু ফুলে ফুলে।
বাগানের কোল জুড়ে শোভাময় বীথি,
দলবেঁধে মধুকর গায় প্রেমগীতি।


দিবাকর উঠে এলে ফুটে উঠে আলো,
দিন যায় ঝলমলে আরো লাগে ভালো।
মোহময় গানে গানে মৌ বন ভরা,
মনোরম পরিবেশে জেগে উঠে ধরা।


বেলী জবা জুঁইসহ সব ফুল ফুটে,
দলবেঁধে মধুকর থাকে হরিলুটে।
উঠে সুর সুমধুর বাগানের বুকে,
খোঁজ পেয়ে প্রজাপতি আসে দিবালোকে।


মাঝে মাঝে সাদা মেঘ ছায়া হয়ে আসে,
প্রজাপতি আলোছায়া বেশি ভালোবাসে।
লাল নীল প্রজাপতি ঘুরে ফুলে ফুলে,
উড়ে এসে জুড়ে বসে পাপড়িতে ঝুলে।


শোভাময় বীথিগুলো স্মৃতি হয়ে থাকে,
ছবি হয়ে ঢুকে যায় জীবনের বাঁকে।
মৌ বনে ছুটে আসে মুনি-ঋষি-সাধু,
হেমন্ত বয়ে আনে মধুময় যাদু।