পাড়া-পড়শী ভাই ভাই কি দারুণ টান,
স্বজনপ্রীতি নিয়ে এলো মাহে রমজান।
রমজানের দিন ক'টা
ভাব নাই রগচটা
আগলে রাখা ভাতৃত্বটা বিধাতার দান।


লোক সমাজে দলবেঁধে ইফতারিতে যায়,
ছোট-বড় ধনী-গরিব সমভাগ পায়।
আয়েজন অনুসারে
ধনী-গরিব সমহারে
প্রাণ ভরে খেতে পারে মনে যতো চায়।


রুচিশীল সব খাবার করে সমাহার,
সন্ধ্যা সাঁঝে পলক উঠে পাতে ইফতার।
ক্লান্তিহীন টানে জিভ
প্রশান্তিটা চিরঞ্জীব
ইফতারিটা ধনী-গরিব করে একাকার।


রমজানের শেষে আজ বিদায়ের সুর,
ঈদ বাজার হাতে নিয়ে খুশি ভরপুর।
শত্রু-মিত্র সমদল
খুশি নিতে অবিচল
ঈদ মাঠের কোলাহল লাগে সুমধুর।


রমজানের এই খুশি ধরে রাখা চাই,
সেই প্রত্যয় নিয়ে যেনো ঈদ মাঠে যাই।
দুশমনি করে তাড়া
হতে হবে দিশেহারা
সৃষ্টিকর্তার ক্ষমা ছাড়া বিকল্প নাই।


প্রীতিভোজ ও নীতিবোধে ভরে তুলো মন,
স্বজনপ্রীতি ধরে রাখো এসে প্রতিজন।
সুখে যেনো দিন কাটে
প্রীতি রাখো মাঠেঘাটে
কাল হবে ঈদের মাঠে মহা সম্মিলন।