দক্ষিণা হাওয়া ঘিরে চৈতালী টান,
সেইসাথে কানে আসে কোকিলের গান।
পুকুরের পাড় ঘেঁষা ছায়া ঢাকা বন,
মৌ মৌ ঘ্রাণে মুখর আম্র কানন।


এমন মধুর ক্ষণে ভাবনাটা জাগে,
থেকে যেতে মন চায় বিনা অনুরাগে।
মনের গহীনে সুখ ঢেউ তুলে মনে,
চিরায়ত স্থায়ী সুখ আছে এই বনে।


ছায়া ঘেরা এই বনে গাছে গাছে পাখি,
দুপুর গড়ানো রোদে করে ডাকাডাকি।
আনমনে কত গান সুর তুলে গাই,
ঘন নীল আকাশটা মনে নেয় ঠাঁই।


শহরের মাঝামাঝি ফাঁকা বনভূমি,
ঘুরে এসে ফিরে চায় কত সুমী রুমী।
বসন্ত বাতায়নে মনে উঠে ঢেউ,
অগোচরে যারা আছে জানলো না কেউ।


এ কাননে ছুটে এসে ধন্য আজ মন,
সুখস্মৃতি মন জুড়ে হয় বরিষণ।
দিবালোকে সময়টা আনমনে যায়,
চনমনে মন প্রাণ নেচে দোল খায়।


চারিদিকে তরুলতা ঘেরা জলাধার,
জল সয় পরিযায়ী পাখিদের ভার।
বন ঘেরা পুকুরের ঘাটে বসে যাও,
কিছুক্ষণ থেকে দেখো কত সুখ পাও।


কথাগুলো মিছে নয় ছুটে এসে দেখো,
কিভাবে মন ভুলায় তার কাছে শেখো।
স্মৃতি হয়ে মন জুড়ে নাচে ডিং ডিং,
ব্রহ্মপুত্র কূল ঘেঁষা এই ময়মনসিং।