মনে যদি রঙ লাগে
মেঠো সুর উঠে,
ভাবনায় জল রঙ
তারা হয়ে ফুটে।
সাদা-কালো সব রঙ
এক হয়ে যায়,
যত কথা কানে আসে
শুনে হাসি পায়।


দু'তারাটা হাতে নিলে
তাতে উঠে সুর,
চিনি ছাড়া জাও ভাত
লাগে সুমধুর।
চোখে ভাসে অন্ধকারে
জ্বলে উঠে আলো,
পর মুখে গালি খেলে
তাও লাগে ভালো।


থাকে যদি পিছুটান
তবু যেতে চায়,
কথা উঠে বিপরীত
তাতে দেয় সায়।
এমন অনেক কথা
ভেবে যায় মন,
তাল ছাড়া বলে উঠে
লাগে অশোভন।