মেঘনার কূল ঘেঁষে উঠে কোলাহল,
তীরে লেগে ধীরে নামে মোহনার জল।
সাগরের কূলে জ্বলে হাতিয়ার বাতি,
ইলিশের ঝাঁক নিয়ে করে মাতামাতি।


দলবেঁধে জাল নিয়ে থাকে ভাসমান,
ট্রলারেই সাথে রাখে সব উপাদান।
জেলে দল থেমে যায় মনপুরা এসে,
মাছ ধরা জালগুলো টেনে তুলে হেসে।


ভোলা থেকে মনপুরা পুরোটাই জল,
সাগরের কূল ঘেঁষা গড়া বহুতল।
ঢেউ থেকে শুরু হয় কলকল ধ্বনি,
ফেনা উঠা জল যেনো লবণের খনি।


দিনে রাতে দুইবার জোয়ারের হানা,
নিচু ভূমি ডুবে যায় ভাসে আটআনা।
তীর ঘেঁষা বালুচরে কূল ঘেঁষা জল,
জোয়ারের তাড়া খেয়ে ভাসে সমতল।


ভাটা পড়া জল নামে প্রতিদিন ভোরে,
ধীরে ধীরে নেমে যায় তীর থেকে দূরে।
দুপুরের ডামাডোলে ফের ফোঁসে উঠে,
পথঘাট ডুবে জল কিনারায় ছুটে।


মনপুরা পোড়া নয় জলে ভাসা তল,
চেয়ে দেখে এই মন হয় বিহ্ববল।
চারিদিক ভরে উঠে থৈ থৈ জলে,
পোড়া মন জোড়া লাগে দৃঢ় মনোবলে।


পুরো দ্বীপ ঘিরে রাখা জলে ভাসা নাও,
মনপুরা গিয়ে দেখো কত সুখ পাও।
জল দেখে উঠে ঢেউ কপালের টিপে,
সাগরের কূল ঘেঁষা মনপুরা দ্বীপে।