সমুদ্র সীমানায় এসে মনে লাগে দোলা,
মায়ার বাঁধন তাই যায় না যে ভুলা।
মনের সুখ উড়ে উড়ে করে ডাকাডাকি,
সারাটা জনম যেনো মনপুরায় থাকি।


হাওয়া ছুটে ঢেউ উঠে তীরে দেয় হানা,
মনপুরা দ্বীপটা যেনো ছেড়ে যেতে মানা।
সন্ধ্যা সাঁঝের মাধুরিটা মন তাড়া করে,
তীর থেকে হৃদয়টাকে টেনে নেয় দূরে।


তীরে এসেই ভুলো মনে দীপ শিখা জ্বলে,
ভ্রাতৃত্বটা বরণ করে কথার ছলে ছলে।
এগিয়ে আসা দ্বীপবাসী ধারে কাছে পাই,
তীরে এসে কথার ছলে বন্ধু হয়ে যাই?


উপসাগর পাড়ি দিয়ে  ছুটছে ধরাধামে,
আন্দামানে ঢেউটা উঠে মনপুরায় থামে।
তীর ঘেঁষা শীতল জল মনটা নাড়া দেয়,
কাদা ক্লেশ যতো আছে কেড়েকুড়ে নেয়।


স্বল্পক্ষণে হৃদয় কোণে অন্য রূপ ধরে,
কিরণমালা জলে ভেসে বশীকরণ করে।
জলের সাথে সুখ এসে করে কানাকানি,
চুপিসারেই বলে যায় আমি সব জানি।


পোড়া মন জোড়ার কাজে যাও মনপুরা,
ইচ্ছে হলেই হয়ে  যাবে দ্বীপ দেশে  ঘুরা।
বাংলা মায়ে মনপুরা আছে ধারে কাছে,
তীরে গেলেই সুর তুলে হৃদয় মন নাচে।