আলো দেখে জ্বালা বাড়ে অন্ধকারে ভালো,
অন্ধকারে ঘাপটি মারি যখন ফুটে আলো।
কানের কাছে সুর করে
জানান দেই আছি ঘরে
তখন আমার নাম ধরে আমার কথা বলো।


ধনী গরীব রাজা প্রজা কারো ভয় নাই,
উড়ে গিয়ে জুড়ে বসি গায়ে বসে খাই।
গিয়ে বসেই দ্রুতালয়ে
হুল ফুটাই হাতে পায়ে
যদি থাকে খালি গায়ে বেশি মজা পাই।


আমি অতি ক্ষুদ্র বলে তুচ্ছ জ্ঞান করে,
খেয়ে পেট ভরে সারি থাপ্পর মেরে ধরে।
রক্ত খেয়েই মজা পাই
থাপ্পর খেয়ে মরে যাই
তার রক্তেই গা ভাসাই বুঝতে পারে পরে।


আমার ভয়ে ঘরে ঘরে মশারিটা রাখে,
কখন এসে হুল ফোটাই সেই ভয়ে থাকে।
মশারিটা ঝেড়েঝুড়ে
মাথা ঠেলে ঢুকে পড়ে
আমি থাকি ফাঁকফোকরে ঘরের বাঁকে বাঁকে।


কামড় দেই যার গায়ে তারই পায়ে বসা,
হাসপাতালে নিয়ে ছাড়ি দিয়ে হুলের ঘষা।
অতি ক্ষুদ্র তবুও খাসা
তারা করে বাঁচার আশা
করে ছাড়ি করুণ দশা, ভাই আমি মশা।