মৌসুমী বায়ু আজ বাংলার কোলে,
ঘন-কালো মেঘ জমে আকাশটা দোলে।
ঘুরঘুর শুরু করে সন্ধ্যার পর,
কালো মেঘ ভারী হয়ে পড়ে ঝরঝর।


চৈতালী হাওয়া নয় বৈশাখী রূপ,
কালো মেঘ দানা বেঁধে জমা ছোপ ছোপ।
কানফাটা আওয়াজে ঝিলিকের সাজ,
হাক তুলে ডাক ছাড়ে আচমকা বাজ।


ঘামঝরা রোদ নয় ঘোর অন্ধকার,
ঘুরঘুর সুর তুলে ডাকে বারবার।
গরমের তাড়া নয় হিম হিম ভাব,
চাহিদায় কারো নেই তরমুজ ডাব।


গর্জনে ভেঙ্গে যায় আকাশের ঘুম,
সাজ দেখে মনে হয় বর্ষার ধুম।
ঋতু জুড়ে আজ দেখি বিরূপের ছায়া,
হিম ভাবে ফিকে হলো চৈতালী মায়া।


কাঠফাটা রোদ নেই দুপুরটা পড়া,
স্নায়ুহীন ঋতুরাজে হিম ভাব ভরা।
গায়ে আজ ঘাম নেই হিম জাগা লোম,
ভর দুপুরেই আসে চোখ জুড়ে ঘুম।


বৈরিতার ছোঁয়া আজ চৈতালী হালে,
ছায়ানীড় ক্ষণ খোঁজা পাখি নেই ডালে।
হিম ভাবে কমে গেলো বসন্তের আয়ু,
গরমটা কেঁড়ে নিলো মৌসুমী বায়ু।