ধেয়ে আসা ঘূর্ণিঝড় সেইসাথে বৃষ্টি,
শঙ্কার ডঙ্কা বেজে বন্ধ থাকে কৃষ্টি।
প্লাবনের জল এসে করে ক্ষয়ক্ষতি,
আগে থেকে বুঝা দায় এর মতিগতি।


লঘুচাপ শুরু হয়ে স্ফীত করে জল,
প্লাবনের রূপ নিয়ে ভাসে নিম্নাঞ্চল।
উপকূলে দেখা যায় অবিনাশী রূপ,
ঝড় দেখে কূলবাসী ভয়ে হয় চুপ।


ভয় পেয়ে বাড়িঘর ছেড়ে চলে যায়,
ছুটে গিয়ে গণকেন্দ্রে আশ্রয়টা পায়।
সারাবছর গণকেন্দ্র খালি পড়ে থাকে,
বিপদকালে জানমাল চেপেচুপে রাখে।


লঘুচাপে শুরু হলো ঘূর্ণিবায়ু মোকা,
অস্ত্র গোলা ব্যবহারে যাবে নাতো রুখা।
প্রাণ নিয়ে বেঁচে যেতে সতর্কতা চাই,
বিপদের ভাব বুঝে গণকেন্দ্রে যাই।


বেড়িবাঁধ ভেঙ্গে যায় প্লাবনের তোড়ে,
লোনাজল হানা দেয় মাঠঘাট জুড়ে।
ঘূর্ণিপাকে চূর্ণ করে গড়া বাড়িঘর,
ছুটে আসা জলোচ্ছ্বাসে কাঁপে থরথর।


সাগরের জল থেকেই পূর্ণ শক্তি পায়,
ঘূর্ণিপাক ও জলোচ্ছ্বাসে চূর্ণ করে যায়।
যে সময়ে ঘূর্ণিপাক আসে কাছাকাছি,
ক্ষয়ক্ষতি যাই হোক আগে জানে বাঁচি।