ভোর রাতে কুয়াশাটা ঘন হয়ে আসে,
শীতে করে কুপোকাত এই মাঘ মাসে।
দিবাকর হেসে উঠে নির্জনতা যায়,
তাপ লেগে চির ধরে ঘন কুয়াশায়।


মাঘ মাসে শুরু হলো বাঘ কাঁপা শীত,
কলাবনে বাদুড় এসে গায় প্রেমগীত।
পাকা কলা সাফ করে গেয়ে যায় গান,
কুয়াশায় কলাবনে বাদুড়ের বান।


ভোর রাতে আলু ক্ষেতে শেয়ালের হানা,
কালীমূর্তি দিতে হবে কৃষকের জানা।
প্রভাকর উঁকি দেয় কুয়াশার ফাঁকে,
ভেজা গায়ে ঘাসফড়িং চুপচাপ থাকে।


হাসিমাখা রোদ দেখে ভেজা কাক জমে,
কা   কা   রব তোলে শীত লাগা দমে।
কুয়াশায় কাক ডাকে রোদ পেতে চায়,
শোভাময় বীথি দেখি শিশির আছে গায়।


সারি ধরে হাঁড়ি বাঁধা সব গাছ জুড়ে,
খেজুরের রস তোলে কাক ডাকা ভোরে।
সারি সারি ফেরিওয়ালা বাড়ি বাড়ি যায়,
ঘরে ঘরে কিনে নিয়ে কাঁচা রস খায়।


গাছপালা ছেয়ে থাকে কুয়াশার কেশ,
আলু মূলা লাল শাক শীতে লাগে বেশ।
কড়া ভাজি স্বাদ পেতে শর্ষে ফুল তুলি,
ঘরে ঘরে পিঠাপুলি মাঘ মাসের বুলি।