প্রতিদিন মনে মনে যত কথা ভাবি,
দিগন্তে চলে যেতে খুলে দেই চাবি।
ছুটে গিয়ে এই মন ফিরে ফিরে আসে,
মাঝে মাঝে থেমে যায় শিশিরের ঘাসে।


দূর্বাঘাসে হেঁটে গিয়ে পায়ে তুলি জল,
হিম ঝরা পায়ে নয় ঘাসে মনোবল।
বুঝি নাতো তবু মন কি যে খুঁজে ফিরে,
শিশিরের মায়া মাখা দূর্বাঘাস ঘিরে।


বিচিত্র মনের এই পাল তোলা হাল,
শিশিরটা মাড়িয়েও মিটে নাতো ঝাল।
হিম ভাব পায়ে লেগে পাতা হয় ভারী,
মন জুড়ে দোলা দিতে লাগে কাড়াকাড়ি।


রবি এসে শেষ করে শিশিরের খেলা,
জলটুকু চুষে নেয় রোদ পোড়া বেলা।
শীতলতা কেটে যায় রেখে যায় মায়া,
স্মৃতি জুড়ে পড়ে থাকে শিশিরের ছায়া।


ভোরের শিশির দানা আসে আর যায়,
প্রতিদিন মন জুড়ে ঘুরপাক খায়।
শিশিরেই তবু যেন পড়ে থাকে মন,
ঘুরপাকে দিবানিশি তুলে আলোড়ন।


ঘাস আর শিশিরের জমে উঠা ভাব,
খোলা মনে দিয়ে যায় দাগ টানা ছাপ।
গরমের হাহুতাশে যত হয় ভীতু,
স্মৃতি ঘিরে পড়ে থাকে মোহময় ঋতু।