গর্বে ভরা লাল সবুজের তুমিই রূপকার,
মুজিব তুমি গ্রহণ করো সালাম জনতার।
তোমার ডাকের চেতনাতে
যুদ্ধ চালায় দিনে-রাতে
স্বাধীন দেশের নাড়ি তুমি---মোদের অহংকার।


যুদ্ধ গাঁথা দিনগুলোকে কেমনে যাবো ভুলে,
বীর বঙালী ঝাঁপিয়ে পড়ে পায়ের জুতা খুলে।
মুজিব তোমার কণ্ঠ শুনে
হায়নার দল গুনে গুনে
স্বাধীনতার সেই চেতনায় খতম হানাদার।


তোমার ডাকে আমজনতা অস্ত্র হাতে নেয়,
নেতার ডাক মাথায় নিয়ে যুদ্ধে সায় দেয়।
লক্ষ প্রাণের বিনিময়ে
স্বাধীনতা নেয় চিনিয়ে
লাল-সবুজে লুকিয়ে আছে কষ্টের স্বাধীকার।


মুজিব তুমি হৃদয় জুড়ে বাংলা মায়ের কোলে,
তোমার নাম স্মরণ করে বিশ্ব ভুবন দোলে।
বাংলা মায়ের মহাননেতা
স্মরণ করে আমজনতা
আজকে তুমি জাতির পিতা স্বীকৃতি জনতার।