ময়মনসিংহের টমটম মন মাতানো সাজে,
টমটমে চড়ে বসলেই মনের বাদ্য বাজে।
টমটমের দ্রুত গতি
কি যে এক অনুভূতি
রক্ষা করায় প্রতিশ্রুতি প্রিয়ার ঘোমটা লাজে।


টকটকাটক চলছে গাড়ি সার্কিটহাউজ মোড়ে,
চড়ে বসেই অনেক মজা চারিপাশটা ঘুরে।
ঘোড়া যায় ঘুরে ঘুরে
শব্দটা টকটক সুরে
ঘোড়ার পিঠে চাবুকটারে জোরছে তুলে ছুড়ে।


টমটমের ঘাড়ের বোঝায় আরোহীদের হাসি,
গানের সুরে মনটা মজায় চাবুক পাশাপাশি।
অমানবিক এই কাজে
টমটম বিয়ের সাজে
ঘোড়াগুলোও মরে লাজে থাকে হাহুতাশি।


ঘোড়া দেখায় ময়ূর নাচ পিঠের উপর গাড়ি,
পা উচিয়ে নাচন তুলে যাচ্ছে তাড়াতাড়ি।
মনে প্রাণে ইচ্ছে যাদের
তামাশার কৃত্য তাদের
টমটমের আরোহীদের হাসির কাড়াকাড়ি।


শখের বসে চড়ে বলেই সাজসজ্জায় রাখা,
গাড়ি টানার ঘোড়াগুলো যাচ্ছে আঁকাবাঁকা।
ঘোড়ার গাড়ি স্বপ্নময়
রঙ তামাশা করে জয়
আরোহীদের পুরো সময় অট্টহাসি মাখা।


ঘোড়ার গাড়ির দেখা মিলে ব্রহ্মপুত্রের তীরে,
পালাক্রমেই ঘুরছে গাড়ি সার্কিটহাউজ ঘিরে।
ঘোড়াগুলো শান্ত বলে
ঘানি টানার সময় হলে
চাবুক খেয়ে চোখের জলে টানছে নতশিরে।