না পাওয়ার বেদনায় যে কঠিন যন্ত্রণা,
কখনো বা সয়ে যায়, কখনো তা সহে না।
যে জন ভোগে যন্ত্রণায়, সেই বুঝি জানে,
পুড়ে করে ছারখার, যন্ত্রণা তার মনে ।
সারাদিন খুঁজে বেড়ায় বিকল্প উপায়,
তার যেনো মন প্রাণ ছিঁড়ে ছিঁড়ে যায়।

যার ভেতর বয়ে যায় প্রেমের যন্ত্রণা,
দুনিয়াময় সে ছাড়া অন্য কেউ বুঝে না।
জ্বলে পুড়ে শেষ হয়, পায় না বিনিময়,
চাপা কান্নার সব কথা নিজ মনে কয়।
কেউ তখন পাগল হয়ে ভোগে যাতনায়,
কেউবা তার আপনজন ছেড়েছুড়ে যায়।

কারো মনে বেদনাটা বন্ধুর জন্য হয়,
নিজ মনের জ্বালাপোড়া একা একাই সয়।
ধীরে ধীরে পুড়ে মরে, জমে থাকে কষ্ট,
বন্ধুর জন্য  জীবন যৌবন সব কিছুই নষ্ট।
পারে না মন সয়ে যেতে, অতি কষ্টে থাকে,
হৃদয় ছেঁড়া বেদনাটা তার মধ্যেই রাখে।

কেউবা হয় স্বজনহারা, তাঁর বেদনা বুকে,
কেঁদে কেঁদে চোখের জলে সারা বুক মাখে।
তাঁর বেদনা প্রকাশ পায়, চোখের জলে ভাসে,
মন খুলে বলার জন্য অন্যের কাছে আসে ।
গা ছুঁয়ে সান্ত্বনা দিয়ে লোকে বলে ত্যাগী,
তাঁর  সাথে চোখের জল করে ভাগাভাগি।

কেউ হয় সম্পদহারা, এ বেদনায় ভোগে,
দিন রাত অর্থ চিন্তায় জড়িয়ে ধরে রোগে।
কারো মনে অধিক লোভ, মাথা গরম লোভে,
কাঙ্ক্ষিত মাল না পেয়ে ফেটে পড়ে ক্ষোভে।
ভালোমন্দ যে যাই বলুক কোন কথাই শোনে না,
মনের কোণে পুষে রাখে, না পাওয়ার বেদনা।