আমাদের ছোট নদীর এ কেমন হাল,
নদী দেখলেই মনে হয় নদী নয় খাল।
        ভরাট করে গায়ের জোরে
        উভয় তীর দখল করে
কাছে গেলেই বুঝা যায় দখলের ঝাল।


জলের ভেতর খুঁটি গাড়ে ধীরে ধীরে বাড়ে,
ধীরে ধীরে এগিয়ে যায় তার কিছু পরে ।
        বাঁশ বেতের বেড়া দেয়
        বেড়া দিয়েই দখল নেয়
বেড়া দিয়ে দখল নিয়েই মাটি ফেলে ভরে ।


ভরাট কজে মানুষ নিয়ে অন্ধকারে যায়,
নদী ভরে আঁধার রাতেই বেশি শান্তি পায়।
        নিজের করে বছর ধরে
        পরের জমি নিজের করে
সরকারি বা খাস জমিটা সব গিলে খায় ।


দখলদার উভয় তীর নিজ নামে নিলো,
নিজের নামে দখল করে তীরে ভীরে গেলো।
        তীর থেকেই দখল শুরু
        নিচে নেমেই করলো পুরো
দখলদারির মালিকানা এভাবেই পেলো ।


উভয় তীরেই ভরে ভরে মাঝখানে পানি,
কাছে এসেই উভয় তীর করে কানাকানি।
        নদীটা এখন জীর্ণ খাল
        ভরাট নদী শীর্ণ বেহাল
তাকে দেখেই হলো এখন এটা জানাজানি।


ভরা বর্ষায় মরা খাল কাছে গিয়ে পাই,
মায়ায় ভরা দৃষ্টি নিয়ে দেখে দেখে যাই।
        দখলদার সব হটিয়ে
        নদীর প্রতি দায় মিটিয়ে
প্রকৃতিকে ধরে রাখতেই মুক্ত করা চাই।