বাগান ভরা নয়নতারা গ্রীষ্ম কালের ফুল,
লাল নীল সাদা হলুদ দেখতে কানের দুল।
নয়নতারা এমন ফুল রঙবেরঙের হয়,
হরেক রকম রঙে করে সবার মন জয়।
লাল নীল ফুলের বাহার কাছে টানে মন,
কাছে টানে নয়নতারা সকল আপনজন।


রোজ সকালে সূর্য কিরণ যখন ফুলে পড়ে,
হৃদ কম্পন বেড়ে গিয়ে খুশির মুক্তা ঝরে।
লাল নীল বেগুনি রঙ মনটা কেড়ে নেয়,
মনের কোণে ঢেউ খেলে হৃদয় নাড়া দেয়।


সান্ধ্য হাওয়া যখন লাগে ফুলের গাছ দোলে,
সুবাস নিয়ে ছুটে আসে ফুলের হাওয়া চুলে।
ফুলের রঙে মন ও প্রাণ ঠাণ্ডা হয়ে যায়,
খুশির জোয়ার মনে ঢুকে চঞ্চলতা পায়।
লাল নীল শত শত কত ফুল ফুটে,
মনের কোণে সুর উঠে খুশির ঢেউ ছুটে।


নয়নতারা নয়ন কোণে মালা গেঁথে যায়,
মালার রঙ নয়ন কোণে দৃষ্টি খুঁজে পায়।
মনে ঢুকে নানান রঙ ঢেউয়ের তালে চলে,
রঙগুলো মনের সাথে অনেক কথা বলে।


নিজ বারান্দায় টব রেখে আনন্দটা ধরি,
নয়নতারা চাষ করে সেই পরিবেশ গড়ি।
চাষ করা এতো সহজ তবে কেনো দেরি,
লাল নীল ফুুলে ফুলে সাজাই ঘর বাড়ি।
নয়নতারার রঙ দেখে হৃদয় জুড়ে মেখে,
চঞ্চলতা ধরে রাখি প্রাণে ছবি এঁকে।


নয়নতারা ফুল যখন ঘরের পাশে থাকে,
মনের জোর চিত্ত সুখ নয়নতারা রাখে।
পরিশ্রমে গায়ের জোর যখন করি ক্ষয়,
নয়নতারা দোলা দিয়ে মনটা করে জয়।