আদার বেপারী জাহাজের খবর
না নেয়াটাই ভালো,
খবরটা যদি নিয়েই ফেলে
দেখে সাদা-কালো।
আকাশে বিমান দেখে ভিখারি
মনে মনে ভাবে,
ভিক্ষার চাল জমিয়ে জমিয়ে
কবে বিমানে যাবে?
ভাবে তার অফিসের ঝাড়ুদার
তুমি তো জাত কেরানি,
কেরানির যোগ্যতাও না থাকায়
ঝাড়ু হাতে কানাকানি।


কাক ছানার কেন আকাশে
উড়ার সাধ হলো?
ছানার পাখা নাড়তে নাড়তেই
চিলে থাবা দিলো।
পায়ের তলায় পাড়া চ্যাপ্টায়
জুতা বিমানে উড়ে,
এতোটা পাড়ায় চ্যাপ্টা হয়েও
খুশিতে গল্প জুড়ে।
কিসের অহংকার করে তুমি
এতো কথা বলো?
লাঠি হাতে নেংটা পাগলা
লাঠির ভরে চলো।


নেংটা পাগলা যেদিকে যায়
শিশুরাও পিছু নেয়,
ইটপাটকেল ছুঁড়ে মেরে
ওরাও ধাওয়া দেয়।
শিশুরাই সব করে কলরব
নেংটা পাগল দেখে,
নেংটা পাগলা কলরব শুনে
দৌঁড়ায় এঁকেবেঁকে।
তুমি তো সেই নেংটা পাগলা
উদোম গায়ে ঘুরো,
এই ধরণীতে বাঁচতে হলে
পাগলামীটা ছাড়ো।