নিজ আঙ্গিনায় রঙ্গন ফুল কর তুমি চাষ,
রঙ্গন ফুল ভাঙ্গে ভুল থাকে বার মাস।
আয় তোরা আয় কাছে লাল পাপড়ি খোঁজে,
তরুণীরা শান্তি পায় নিজের খোঁপায় গুঁজে।
কেউবা বানায় গলার মালা কেউবা কানের দুল,
বাড়িয়ে দেয় হৃদয় স্পন্দন পছন্দের এ ফুল।


লাল টকটক করে ঝকঝক রক্তলাল ফুল,
চঞ্চল মনে শান্তি আনে মন করে ব্যাকুল।
রক্ত লালের স্নিগ্ধতায় প্রশান্তি দেয় ব্যস্ততায়,
পথিক জন কাছে টানে তার সৌরভ-মহিমায়।


তাজা ফুলের ঘ্রাণে ঘ্রাণে মন আনন্দের সন্ধানে,
দোলা দেয় প্রাণে প্রাণে রঙ্গনের-ই অঙ্গনে ।
লাল পাপড়ি প্রাণে আগুন আষাঢ়েও আনে ফাগুন,
হাত বাড়িয়ে ধরে রঙ্গন পাবে সুবাস অনেক গুন।