বারান্দায় টবের ফুলে প্রজাপতি দুলে,
ফুলে বসেছে তার দুই পাখা মেলে ।
নীল প্রজাপতি এতো গাঢ় নীল ?
অন্তর কাঁপানো কি সুন্দর ঝিলমিল ।
তাকিয়ে দেখছি তাকে কেনো বারবার?
সে কি কোন খবর এনেছে তোমার ?
তাকে দেখে মনে পড়ে আবার,
এখনি তোমার কাছে ফিরে যাবার ।


তুমি তো আমাকে সেদিন বলেছিলে,
এই যে দেখো দেখো প্রজাপতি দুলে ।
নীল প্রজাপতি আমার নীল শাড়িটার মতো,
ছোট বেলায় নীল প্রজাপতি হাতে নিয়েছি কতো ?
ধরে আনোতো হাতে নিয়ে দেখি,
একটুখানি আমার হাতে ধরে রাখি ।


তোমার পছন্দের প্রজাপতি আমার বারান্দায়,
আমাকে বলছে যেনো কি ইশারায় ।
তবে কি তুমি আবারো আসবে ফিরে ?
হাসি কি ফুটবে আমার এই ছোট নীড় ঘিরে?
ফিরে কি পাবো আবার সেই ভালবাসা ?


প্রজাপতি দেখেই জেগে উঠলো আশা ।
এই যে নীল প্রজাপতি আসলো ফিরে,
ডাকছে তোমাকে আমার শূন্য ঘরে ।
নীল প্রজাপতি ভেঙ্গে দেবে সব ভুল,
একবার তুমি এসে বলোনা কবুল ?