পাহাড়ের গায়ে আজ নীলাভের ছায়া,
নীলাকাশ পেতে চায় সবুজের মায়া।
আকাশটা নেমে এসে ডাকে বারবার,
পাহাড়ের দূর গায়ে ঘেরা চারিধার।


মন ভরে সুখ নিতে যত লোক যায়,
ধীরে ধীরে উঠে আসে পাহাড়ের গায়।
মনে থাকা বাসনাটা করে তোলপাড়,
চূড়া ঘেঁষে হাঁটাহাঁটি করে বারবার।


সাদা মেঘ  উড়ে এসে পায়ে দোল খায়,
শিশিরের বিন্দুগুলো মন ছুঁয়ে যায়।
মেঘমালা ছুঁয়ে দেখে ভরে উঠে মন,
আনন্দের পাল উড়ে থাকে যতক্ষণ।


পাহাড়ের পাদদেশে নীলাভের ঢেউ,
চূড়ার উপর থেকে দেখে কেউ কেউ।
চারিদিক নীল দেখে নিচে নেমে আসে,
এসে দেখে পাদদেশ ভরা শুধু ঘাসে।


জল আর খানাদানা নিয়ে যায় সাথে,
ঘামঝরা শ্রম দিয়ে খানা তোলে পাতে।
উৎসুক যত লোক আসে প্রতিরোজ,
পাহাড়ের চূড়া বেয়ে করে ভুড়িভোজ।


নীলাভের ছায়া দেখে মন হয় নীল,
চারিদিক তার চোখে করে ঝিলমিল।
আকাশের নীল দিয়ে পাহাড়টা ধোয়া,
মন ভরে নিয়ে যায় নীলাভের ছোঁয়া।