নীল তুমি চোখ জুড়ানো ছায়াও দেখি নীল,
ডানে বামে দেখছি শুধু রূপের ঝিলমিল।
ঢালু দেখি আঁচলখানি
জমে আছে মেঘের পানি
দেখতে লাগে নীলাচলে নীল পাহাড়ে ঝিল।


আকাশ ছোঁয়া উঁচু তুমি আঁচল নিচে ঢালু,
সূর্য উঠে তোমার গায়ে পড়ে নীলাভ আলো।
সূর্যের আলো গায়ে লাগে
নীলাভ রঙ আরো জাগে
নীলাভ তুমি ঝলমলে রূপের মায়া জ্বালো।


নীলাচলের নীলাভ রূপ যারা দেখতে আসে,
নীলাভ রূপে বিভোর হয়ে সকাল সাঁঝে হাসে।
তাদের মন জয় করে
নাও তুমি আপন ঘরে
রূপে তোমার মুগ্ধ হয়ে বসে তোমার ঘাসে।


শিশির পড়া জল লেগে আঁচলে রূপ আনে,
তোমার রূপে সুর উঠে বাজে সবার প্রাণে।
মেঘের ভেলা ভেসে যায়
যারাই আসে হাতে পায়
নীল সবুজে মাখামাখি উঠায় সুর গানে।


নীল আকাশ নেমে আসে নীলের ছায়া নিয়ে,
তার রূপ উজাড় করে তোমার দেহে দিয়ে।
মন প্রাণ নীলাভ হয়
চোখের পাতা কথা কয়
রূপে সবার মন ভরে তোমার কাছে গিয়ে।


তোমার গায়ে ধাক্কা লেগে মেঘমালারা ভাসে,
সাদা মেঘের ছোঁয়া পেতে সবাই চূড়ায় আসে।
নীলাভ ছোঁয়া খুশি করে
মেঘমালাকে হাতে ধরে
তোমার রূপে পাগল হয়ে আসে প্রতি মাসে।