সবুজের গায়ে আজ নীলাভের ছায়া,
দু'নয়নে বেড়ে যায় তার প্রতি মায়া।
কাছে গেলে বলে উঠে আমি নীলাচল,
প্রাণ ভরে ঘুরে দেখো নিয়ে দলবল।


আকাশের গায়ে দেখো নীলাভের সুর,
নীলাচলে চোখ মেলে দেখো যতদূর।
কিছুদূর চেয়ে দেখো পাহাড়ের গায়,
দূরে থাকা ঘন বনে নীল ছুঁয়ে যায়।


দূর থেকে চারিদিক নীলে ঢাকা পড়া,
নীলাচলে মন কাড়ে ঝরা জল ছড়া।
নেমে আসা আকাশটা নীল ছুয়ে বনে,
আজ দেখি কথা কয় পাহাড়ের সনে।


দেখে যাই নীলাচল নিচ দিকে ঢালু,
খাঁজ কাটা আঁচলেই নীলাভের আলো।
চারিদিকে নীল দেখে দূরে যায় মন,
সন্ধ্যা সাঁঝে নীলাচলে আসে যতজন।


ভেলা হয়ে সাদা মেঘ চলে আসে নীলে,
নীল দেখে দোল খায় মন ছেড়ে দিলে।
সন্ধ্যাকাশে নীলাচলে আছে যতরূপ,
নীলাচলের রূপ দেখে মন হয় চুপ।