নানান রকম নকশিকাঁথা মনের কথা বলে,
মনের ছবি কাঁথায় আঁকে বানায় গল্প ছলে।
ঘরে আসে নতুন জামাই নতুন স্বপ্ন জাগে,
জামাই বাবুর খুশির জন্য নকশিকাঁথা লাগে।


গ্রাম গঞ্জের লোক ঐতিহ্য ফুটে উঠে কাঁথায়,
যেমন করে ভাবনা জাগে নানি দাদির মাথায়।
জামাই বাবু ঘরে আসলে বরণ করে নেয়,
আদর করে নিজের তৈরি নকশিকাঁথা দেয়।


মন মাধুরীর ইচ্ছে মতো নানান ছবি আঁকে,
রঙিন সুতোয় বুনন করে কাঁথার বাঁকে বাঁকে।
বাংলা মায়ের লোকগাঁথা কাঁথায় উঠে আসে,
নতুন জামাই নতুন মনে অধিক ভালোবাসে।


ময়ূরপঙ্খি আনারসি নানান রকম কাঁথা,
মনের কথা তুলে ধরতে খাটায় তাদের মাথা।
মনের ডায়রি ফুটে উঠে নকশিকাঁথা ঘিরে,
ভালোবাসা উথলে উঠে তাকায় ফিরে ফিরে।


হাসি কান্নার সব কাহিনি কাঁথায় জোড়া থাকে,
যত্ন করেই নকশিকাঁথা সারাজনম রাখে।
নকশিকাঁথার এই ঐতিহ্য শুধু বাংলা মায়ে,
সারাজীবন জড়িয়ে রাখে গর্ব করেই গায়ে।