দলবেঁধে জলে ভাসে লাল নীল সাজে,
জলে ভাসা ফুল হয়ে মন দেয় কাজে।
বাজে বাঁশি বাজে ঢোল জলে ভাসা ফুল,
দলবদ্ধ জল টানে বৈঠা খুঁজে কূল।


সারি সারি দাঁড় টানা শত মাঝিমাল্লা,
দাঁড় টানে তাল মিলে দ্রুত চলে পাল্লা।
দলে দলে প্রতিযোগী জোরে নাও বায়,
যার দল জিতে যায় আগে কূল পায়।


ধুমধাম বৈঠা চলে জলে উঠে ঢেউ,
স্থির জলে পাক উঠে ভাসে কেউ কেউ।
কানফাটা আওয়াজে বেজে উঠে ঢোল,
শত শত দর্শনার্থী তীরে তুলে রোল।


ভিন্ন রঙে ভিন্ন দল তালে ভিন্ন ঢং,
লোকগাঁথা তুলে ধরে করে রঙচঙ।
জলমুখী বিনোদনে যত লোক যায়,
তাল উঠা ঢং দেখে আরো মজা পায়।


বাঙালী লোক-ঐতিহ্য জলে ফুটে উঠে,
মন ভরে সুখ নিতে দলে দলে ছুটে।
পেশি শক্তি বেশি যার সেই জিতে খেলা,
পুরস্কার হাতে নিয়ে শেষ করে বেলা।


ভাতে মাছে বাঙালীর সুনামটা আছে,
প্রাচীন লোক-ঐতিহ্য প্রিয় তার কাছে।
বাঙালীর প্রাণে আঁকা ধান নদী খাল,
এখনো নৌকা বাইচ হৃদয়ের হাল।