পাগল পাগল মন আমার পাগল সারা দুনিয়া,
আমি দেখছি সবাই পাগল নিজের স্বার্থ গুনিয়া।
আমি বলি সে পাগল
সে বলে আমি পাগল
মনের টানেই পাগল হই মিছেই আশা বুনিয়া।


পরকে আমরা পাগল বলি নিজের খবর নাই,
নিজের বেলায় ষোলো আনা এমন দেখতে পাই।
পুরো লাভ আমার চাই
স্বার্থ দেখে এগিয়ে যাই
গায়ের জোরেই দখল নিতে পুড়িয়ে করি ছাই।


দিন দিনই মানুষ বাড়ছে ছল-চাতুরী ভরছে,
নিজের জন্য সুখের আশায় অসৎ পথ ধরছে।
কথার মাঝে ফাঁক থাকে
নিজের স্বার্থ ধরে রাখে
বিশ্বাস করে কতো মানুষ কুট চালেই মরছে।


মানুষ তো আর মানুষ নেই বেহুশ ভাবেই চলে,
নিজের স্বার্থ গোপন রেখে লাভের কথাই বলে।
ঝোপ বুঝে সুযোগ নিয়ে
পরের স্বার্থে মই দিয়ে
কিঞ্চিৎ মাত্র সুযোগ পেলেই অন্যের কানটা মলে,


যৎসামান্য লাভটা দেখেই খেই হারিয়ে বসে,
নিজের জন্য মনে মনেই লাভের হিসাব কষে।
মনের মাঝে খাই খাই
নিজের পেট ভরা চাই
ইমান আমান বিকিয়ে দেয় যৎসামান্য ঘুষে।


নকল পথে লাভ থাকলে হোক না তা নকল,
পরের বস্তু নকল হলেও নিজের চাই দখল।
তাকে দেখে ভাবটা এমন
হোক না তা যেমন তেমন
নিজে ধরবে নিজেই নেবে নকল বস্তু দখল।