জেগে আছে পানাম নগর দর্শনার্থীর ভীড়ে,
নীরব সাক্ষী পানাম সড়ক দালানকোঠা ঘিরে।
পনের শতকে গড়ে উঠায় ঝুঁকিপূর্ণ ভবন,
দেখতে দেখায় তার গায়ে খসা ইটের লবণ।


পানাম পুল পানাম দীঘি ইতিহাসের সাক্ষী,
কারাগারের বেহাল দশা নেই কারারক্ষী।
পানাম দীঘির ঘাটে বসে টিয়া ময়না ডাকে,
শেওলা ঢাকা পুকুর ঘাট স্মৃতি ধরে রাখে।


সোনারগাঁয়ে পানাম নগর ঈশা খাঁর গড়া,
পানাম রাজার মল্লযুদ্ধে নড়ে উঠে ধরা।
হাজার হাজার দর্শনার্থী আসে প্রতিরোজে,
স্মৃতির ধারায় রাজা রাণীর পদচিহ্ন খুঁজে।


পুকুর ঘাটে গোসল খানা রিক্ত পরিত্যক্ত,
ছুটে আসতো বালাখানায় শত শত ভক্ত।
দরবার হল ঠায় দাঁড়িয়ে স্মৃতির কিনারায়,
এসব স্মৃতির ইতিহাসটা দর্শনার্থী পায়।


কালের সাক্ষী পানাম নগর স্মৃতির যাদুঘর,
রাজা রাণীর বল্লব বালার সাক্ষী জনমভর।
শতাব্দীর সব নিদর্শন সুষ্ঠুভাবে রক্ষিত,
সোনারগাঁয়ে পানাম নগর ইতিহাসে অক্ষত।