সবুজ রঙের পাতি লেবুর টক মিষ্টি ঘ্রাণ,
সুবাসিত খাবার টেবিল কাড়ে মন প্রাণ।
পাতি লেবু সবাই খায়
ভাতের সাথে লেবু চায়
রুচিশীল জলখাবারের বৃদ্ধি করে মান।


পাতে নেবে গোশত পোলাও লেবু খুঁজে আগে,
শুরু করার আগেই দেখি ঘ্রাণে স্বাদ জাগে।
দুই আঙ্গুলে টিপে যায়
তাজা লেবুর রস পায়
গোশত পোলাও ছেড়ে লেবু ধরে আগেভাগে।


লেবুর আছে ঔষধিগুণ সাথে ভিটামিন,
সুস্থ শরীর গড়ে তুলতে সে যে তুলনাহীন।
বাজার করে ব্যাগে ভরে
আনে লেবু সবার ঘরে
সুযোগ হলে ফ্রিজে ভরে রাখে কয়েকদিন।


কাগজি লেবু পাতি লেবু হরেক নামে ডাকে,
রসের স্বাদ টক জেনেও সবাই তাকে চাখে।
ভাতের পাতে রস ঝাড়ে
খাবার খেয়ে রুচি বাড়ে
খাবার স্বাদ বৃদ্ধি করায় তাকে মনে রাখে।


হাঁড়ি পাতিল জামায় দাগ দেখেই লাগে বাজে,
লেবুর খোসায় ঘষে তুলে খোসা লাগায় কাজে।
বের করে লেবুর রস
কাজে লাগে খোসার কষ
জামার দাগ ঘষে তুলেই ফুল বাবু সাজে।


কেউ তুলে মাথার খুশকি লেবুর রস ঘষে,
কেউবা লাগায় রূপচর্চায় আয়না নিয়ে বসে।
ধুয়ে মুছে বাক্সে ভরে
অতি যত্নে রাখে তারে
সারা বছর তাজা লেবু ভরা থাকে রসে।