কবি তার কবিতায় খুলে দেয় ডালা,
কবিতায় উঠে আসে তার কথামালা।
        মনে যতো কথা আছে
        তুলে এনে বেছে বেছে
কলমেই তুলে ধরে মেলে ডালাপালা।


সুখ দুখের কথাগুলো কবিতায় আনে,
কবি নিজে মনে প্রাণে যতটুকু জানে।
        তার কথা ছন্দ মাখা
        ছন্দে ছন্দে সুর আঁকা
সবটুকু ঢেলে দেয় কবিতার প্রাণে।


তার মনে রঙ মেখে এঁকে যায় ছায়া,
কলমের খোঁচা লেগে তাতে লাগে পায়া।
        আঁচড়ের খোঁচা লেগে
        কবিতার প্রাণ জাগে
আঁচড়ের প্রতি তার গড়ে উঠে মায়া।


শ্রমে তার ঘাম ঝরে কবিতার চাষে,
সুখ দুখের স্মৃতিগুলো ঘুরে ফিরে আসে।
        কবিতার চাষ করে
        কতো ঘুম ঝরে পড়ে
তাই তো সে কবিতাকে এতো ভালোবাসে।


ছন্দ মাখা কবিতায় ভরে উঠে সুরে,
কবিতার সুরে সুরে মন প্রাণ উড়ে।
        তার ছবি এঁকে যায়
        মনে সুখ তাতে পায়
আঁকা শেষে ছেড়ে দেয় পাঠকের নীড়ে।


সুর আর ছন্দটাই কবিতার ছাতা,
পাঠকের মনে বিঁধে কবিতার কথা।
        সুর যতো বেশি হয়
        কবিতায় কথা হয়
কবিতাটা হয়ে উঠে পাঠকের পাতা।