অতি ক্ষুদ্র পিপীলিকা, তারও জীবন চলে,
দাও যদি গুড়ের ছিটা, আসে দলে দলে ।
মুখে তুলে একটি দানা, তা নিয়ে দেয় পাড়ি,
অন্য ভাইকে সুযোগ দিয়ে, ফিরে নিজের বাড়ি।
যে রাস্তায় আসে পিঁপড়া, একই রাস্তায় যায়,
সারি বেঁধে আসা যাওয়ায়, সবার দেখা পায়।
ফিরে যখন নিজের বাড়ি, গুড়ের দানা মুখে,
গুড়ের খবর অন্য ভাইকে, জানায় মনের সুখে।
দ্রুত যাও নিয়ে আস, তোমার ঘরে খানা,
একে একে এভাবেই হয়, অন্য পিঁপড়ার জানা।
সুশৃঙ্খল থাকে ওরা, কাড়াকাড়ি নাই,
সারি বেঁধে চলে যখন, শৃঙ্খলাতেই পাই।
ঢিল ছুড়লেও দল ভাঙ্গেনা, আবার সারি করে,
ছড়িয়ে যাওয়া সকল পিঁপড়া, একত্রে লাইন ধরে।
অত্যাচারীর পাড়া খেয়েও, ফিরে আসে ছকে,
ধাওয়া খেয়েও সামলে নেয়, অনেক সাহস বুকে।
বিনা পয়সায় কিছু দিলে, অনেক মানুষ আসে,
হুড়াহুড়ি শুরু করে, অন্য ভাইকে পিষে।
কে কার আগে নেবে, পাড়িয়ে মাড়িয়ে শেষ,
কারো চিন্তা কেউ করে না, নিজে পেলেই বেশ।
বড় ছোট কেউ মানে না, সম্মানবোধও কমছে,
যৎ সামান্য স্বার্থের জন্য, অনেক নিচে নামছে।
পিঁপড়ার যেমন শৃঙ্খলাবোধ, মানুষে মানুষে নাই,
অতি ক্ষুদ্র পিঁপড়ার কাছে, অনেক শিক্ষা পাই।