গুড় পেলে দলে দলে পিপীলিকা আসে,
লাল কালো পিপীলিকা গুড় ভালোবাসে।
এক দানা মুখে তুলে ঘরমুখো পাড়ি,
চিনি গুড় যাই পায় নিয়ে যায় বাড়ি।


সারি করে ছুটে আসে সারি করে যায়,
এক পথে আসে যায় তার ঠিকানায়।
চিনি দানা ঘরে রেখে পুনরায় আসে,
ঘর ভরে জমা করে অতি সুখে ভাসে।


বয়ে আনা খানা নিয়ে কাড়াকাড়ি নয়,
জমা করে ধরে রাখে তার সঞ্চয়।
যার খানা তার ঘরে জমা রেখে খায়,
সঞ্চিত খানা খেয়ে সুখে দিন যায়।


কেউ আসে কেউ যায় পাশাপাশি চলে,
মুখোমুখি থেমে থেমে কথাবার্তা বলে।
সারিবাঁধা চলাচলে হুড়াহুড়ি নাই,
ছক বাঁধা পিপীলিকা শৃঙ্খলাতে পাই।


বিনা দামে খানা দিলে বহু লোক আসে,
অন্য ভাই পায়ে পিষে নিজে খেয়ে হাসে।
জনমনে ছোটবড় শ্রদ্ধাবোধও কম,
হুড়াহুড়ি শুরু করে যায় যাক দম।


ক্ষুদ্রাকায় পিপীলিকা যার জ্ঞান আছে,
একতার নীতি নিয়ে দল বেঁধে বাঁচে।
জনমনে আজ দেখি সে জ্ঞানও নাই,
অতি ক্ষুদ্র জীব দেখে যে শিক্ষা পাই।