পৌষ মাস কাছে এলে পলো কেনার ধুম,
জল আর পলো তার কেড়ে নেয় ঘুম।
পলোয় করে কাঁধ ভারি
দাঁড়ায় তারা সারি সারি
সারি বেঁধে হেঁটে যায় গায়ে খাড়া লোম।


পলো নিয়ে সারি বেঁধে ভোর রাতে ছুটে,
বিলে যায় পলো নিয়ে মাছ যদি জুটে।
দলের নেতা ডাক দেয়
নেমে যেতে প্রস্তুতি নেয়
পলো নিয়ে নেমে যেতে জোরে ডাক উঠে।


পলো নিয়ে জলে নেমে পলো বেয়ে যায়,
দল বেঁধে পলো বেয়ে জলে মাছ পায়।
পলোর চাপ বিলে পড়ে
বদ্ধ জলে কাঁপন ধরে
বড় মাছ ধরে নিতে পলোওয়ালা চায়।


স্থির জলে ঢেউ ছুটে ফেনা উঠে ফুলে,
পলো বেয়ে মাছ পেলে হাতে টেনে তুলে।
বড় মাছ যখন ধরে
উঠে ডাক উচ্চ স্বরে
জল থেকে ধরা মাছ তার হাতে ঝুলে।


পলো চেপে পলোওয়ালা যায় ধাপে ধাপে,
ছুটাছুটি করে মাছ পলোর চাপে চাপে।
জলের মাছ দলে দলে
ধাওয়া খেয়ে ছুটে চলে
মাছ ধরা শেষ হলে পাড়ে বসে মাপে।


কেউ বড় মাছ পায় কারো হাত খালি,
আস্তে আস্তে বাড়ি ফিরে গায়ে কাদা বালি।
পলো বেয়ে ক্লান্ত হয়
একে অন্যে কথা কয়
ফিরে যেতে শুরু করে কথা বলাবলি।