পলওয়েল ঘুরে দেখে মনে উঠে সুর,
রাঙ্গামাটির পাদদেশে মিনি সিঙ্গাপুর।
সারি সারি কটেজের মনোরম সাজ,
প্রশান্তির ঢেউ তোলে তার কারুকাজ।


লেকে ঘেরা জলে উঠে কলকল ধ্বনি,
সুরমাখা পলওয়েল তার শিরোমণি।
থৈ  থৈ  জলরাশি পলওয়েল ঘেরা,
কূল ঘেঁষা বিনোদনে বর্ষায় সেরা।


সন্ধ্যায় জলে ভাসে লাল-নীল আলো,
পলওয়েল গিয়ে দেখো কত লাগে ভালো।
সিংহের মুখ থেকে ছুটে আসা জল,
লাল-নীল রঙ ধরে করে ঝলমল।


ছুটে এসে যত লোক ব্রিজে উঠে দোলে,
দোল খেয়ে গান গায় মন প্রাণ খুলে।
পাহাড়ের টিলাগুলো ব্রিজ টেনে জোড়া,
ব্রিজে উঠে মনে হয় ছুটন্ত ঘোড়া।


ঝিরিঝিরি বাতাসটা লাগে সুশীতল,
পাড়ে বসে মনে হবে লেকে কত জল।
পার্ক ঘেঁষে জলে উঠে ছোট ছোট ঢেউ,
পলওয়েলে কাছে বসে দেখে কেউ কেউ।


লাভলকে ঠায় বসে কত ছবি তুলে,
ঘুণে ধরা প্রেম যেন পলওয়েলে খুলে।
আঙ্গিনায় ছবি তুলে মন ভরে যায়,
পলওয়েল ছেড়ে যায় তবু ফিরে চায়।


রাঙ্গামাটির ঐতিহ্য পলওয়েলে আঁকা,
হাতে গড়া কারুশিল্প থরে থরে রাখা।
পলওয়েলে ছুটে গেলে ঘুরে দেখা চাই,
মনে ভাসে জলে ঘেরা সিঙ্গাপুরটাই।