মাত্রা জ্ঞানের অভাব হলে, যাত্রা ভঙ্গ হয়,
যাত্রা ভঙ্গে মাত্রা শূন্যে, নিজেই পড়ে যায়।
মানুষ তখন পাগল হয়ে, একাই কথা কয়,
জগৎ জুড়ে দুয়োধ্বনি, ইট পাটকেলও সয়।
নিজেকে সে জ্ঞানী ভাবে, আধা পাগল বেশে,
পুরো পাগল হওয়ার পর, টানে নিজের কেশে।


পরকে সে অশ্লীল বলে, অশ্লীল বাক্যযোগে,
নিজেই তখন পঁচে মরে, অশ্লীলতার রোগে।
বিনা দোষে গালি দিলে, গালি ফেরত আসে,
পাগল হয়ে চাপা পড়ে, তারই গালির চাষে।
ভরা কলসির শব্দ হয়না, নিজেকে স্থির রাখে,
খালি কলসির কিছুই সয়না, বকে যাকে তাকে।


শেয়াল পণ্ডিত নিজে ভাবে, সবাই তার অধীন,
অশ্লীলতায় ছারখার হয়ে, নিজ ঘরেই পরাধীন ।
সবাই ভাবে এমন পণ্ডিত, তাদের দরকার নাই,
মাত্রা ছাড়া এমন পণ্ডিত, ঘরেই পিটুনি খায় ।  
শেয়াল পণ্ডিত লেজ নাড়ায়, দরবার গেটে এসে,
মোড়ল কেনো প্রহরীরাই, সাচ্চা চড় কষে ।

সময় থাকতে পাগলামিটা, এই মুহূর্তে ছাড়,
অশ্লীলতা ধুয়ে মুছে, সম্মান হাতে ধর।
সম্মান যখন হারিয়ে যায়, টাকায় কেনা যায় না,
নিজের সম্মান নিজে খেলে, ফেরতও তা পায় না।
তুমি কেমন শেয়াল পণ্ডিত, তা তো তুমি জানো,
পরের ঘরে উঁকি দিয়ে, নিজের বিপদ আনো ।

শেয়াল পণ্ডিত নাটাই ঘুড়ায়, মহাকবি সেজে,
নিজের ঢোল নিজে পিটায়, সকল কবি ভেজে।
সবার উপর করতে চায়, তার পণ্ডিতি জাহির,
যেদিন সবাই গর্জে উঠবে, পিটিয়ে করবে বাহির।
পরের ভালো দেখতে দেখতে, আউলা মাথার কেশ,
শিক্ষার হার অনেক বাড়ছে, পণ্ডিতির দিন শেষ।