হিংসা বড় খারাপ জিনিস, পর হিংসা ছাড়ো,
ধুয়ে মুছে হিংসা ছেড়ে, আলোর হাত ধরো।
নিজ হিংসায় নিজে পুড়ে, হিংসায় করে ছাই,
কাল পাত্র জগৎ জুড়ে, তাইতো দেখতে পাই।
দিনে রাতে হিংসা ছড়াও, এই কি তোমার শিক্ষা?
উজির নাজির কাছে পেয়েও,পাওনি কোন দীক্ষা?


এ জগতে হিংসার জায়গা, কোন ধর্মে আছে?
জড়িয়ে আছো হিংসার পিছে, তোমার জীবন মিছে।
আলো-আঁধার পাশে থাকবে, এ জগতের রীতি,
অন্ধ বলে আলো দেখে, কেনো তোমার ভীতি ?
মন্দ আছে বলেই দেখি, ভালোর এতো কদর,
ভালোর দাম বেশি তাইতো, মন্দের গতি মন্থর।

তুমি ভাবো এই দুনিয়ায়, তুমি একাই ভালো,
তবে কি ভাবো সারা দুনিয়া, তোমার আলোয় আলো?
তুমিতো একটা ক্ষুদ্র জীব, সারা শরীরে ঘৃণা,
নিজের ঘৃণায় নিজে পুড়ে, হচ্ছো তেনা তেনা।
নিজে ভালো দুনিয়া মন্দ, তুমি কেনো বলো?
তোমার ঢোল তুমি বাজিয়ে,  নিজে পিটিয়ে চলো।


নিজে যাকে বড় বলে, বড় সেতো নয়,
পরে যাকে বড় বলে, বড় সেইতেো হয় ।
নিজে বানিয়ে নিজের ঢোল, কেনো তুমি পিটাও?
অন্ধ হয়ে জগৎ জুড়ে,  মন্দ কথা রটাও।
হিংসা-বিদ্বেষ খারাপ বলে, সবাই তা জানে,
যে হিংসুক সেই পুড়ে,  সারা জগৎ মানে ।


তাইতো বলি সময় থাকতে, হিংসা-বিদ্বেষ ছাড়ো,
সুস্থ ভাবে বাঁচতে হলে, আলো আঁকড়ে ধরো।
নিজেকে তুমি মন্দ ভেবে, পরকে ভালো বলো,
একূল ওকূল দু'কূল রক্ষা, এমন ভাবেই চলো ।
হিংসা ছেড়ে চক্ষু মেলো, দেখবে শুধু আলো,
পর হিংসা চিবিয়ে খাও, এটাই তোমার ভালো ।