পৌষ শেষে আজ যেন শরতের রূপ,
পরিষ্কার নীলাকাশ চেয়ে আছে চুপ।
সন্ধ্যাটা নেমে এলো ঝিলমিল সাজে,
পাখিদের ডাকাডাকি কানে এসে বাজে।


বাতাসটা থেমে গেলো হিম ভাব নেই,
ঝিম ধরা গাছপালা যেই আছে সেই।
উড়ে আসা পাখিগুলো জুড়ে বসে গায়,
সাদা বক খাড়া আছে মগডালটায়।


আকাশের চারিধারে ঝলমলে আলো,
নীল থেকে হতে শুরু ধীরে ধীরে কালো।
শাল বনে নেমে এলো আঁধারের ছায়া,
চারিদিকে চোখে ভাসে সাঁঝে ভরা মায়া।


এমন মধুর ক্ষণ খুব কম আসে,
সাঁঝের বেলায় আজ শালবন হাসে।
সন্ধ্যাকাশ চোখ জুড়ে দোলা দিয়ে যায়,
খোলা মনে ফুল ফুটে সেই ভরসায়।


বেলা ডুবে পাতিহাঁস উঠে এলো পাড়ে,
হেঁটে হেঁটে পুকুরের ঘুরে চারিধারে।
মাঝে মাঝে পাখাগুলো ঝাড়া দিয়ে উঠে,
হাঁটা শেষে সারি বেঁধে ঘরমুখো ছুটে।


শীতকাল মাঝামাঝি তার নেই আঁচ,
শাখা থেকে শাখা জুড়ে পাখিদের নাচ।
প্রকৃতির রূপ দেখে মন প্রাণ দোলে,
ঝলমলে সন্ধ্যায় ভোলামন খুলে।