তোমার জন্য হয়েছি ধন্য জন্ম জন্মান্তর,
আর ক'টাদিন সবুর কর হবে আড়ম্বর।
বাড়ি আসবো বিয়ে হবে
শ্বশুরবাড়ি যাবে তবে
দিন বদলটা শুরু হবে দেখে পরস্পর।


তুমি আমার প্রাণ সজনী অন্তরে অন্তর,
ঘর সংসার সুখের হবে যুগ যুগান্তর।
শাড়ি গয়না কিনবো আজ
দেখবো চেয়ে তোমার সাজ
তোমার কাছে শরম লাজ কষে নিরন্তর।


সাদা মনের মানুষ তুমি নেই অন্ধকার,
প্রেমের আগুন দ্বিগুণ হয় থাকি নির্বিকার।
তোমার জন্য ভাবনা জাগে
খুলে বলতে শরম লাগে
দেখতে চাই কুসুমবাগে আশা দুর্নিবার।


নিখাদ মনে ভালোবাসায় ছন্দ মহত্তর,
দ্যুলোক ভূলোক শ্রুতিমধুর গতি দিগম্বর।
প্রেমের ছোঁয়া ভুলার নয়
অন্তর করে অন্তর জয়
লোকে দেখে পাগল কয় ভাবে অবান্তর।


পরাকাষ্ঠা প্রেমের মাঝেই অটল প্রশ্নোত্তর,
সুখ গাঁথা মিলন মেলায় নেই মতান্তর।
বিজয় গাঁথা স্মৃতির ফাঁকে
প্রেমের আগুন কাছে ডাকে
ভালোবাসায় বিভোর রাখে থাকে কালান্তর।


প্রাণ সজনী আমার প্রাণে তুমি সপ্তসুর,
নয়ন কোনে দীপ্ত আশায় কাঁপে  অন্তপুর।
তুমি আমার হৃদয় রাণী
স্মরণ হলে তোমার বাণী
হৃদয় অন্তর কেনো জানি হয় তৃষ্ণাতুর।